বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

শতবছরের স্বপ্ন পূরণেও ‘ভোগান্তি’: ঢাকাগামী ট্রেনের স্টপেজ চায় চকরিয়াবাসী

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, যাত্রীদের উল্টোযাত্রা কক্সবাজার
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ অক্টোবর ২০২৫ | ৮:১৭ অপরাহ্ন


চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালু হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করেছেন চকরিয়ার যাত্রীরা। ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনগুলো চকরিয়া স্টেশনে যাত্রা বিরতি না করায় এই উপজেলার যাত্রীদের ঢাকাগামী ট্রেন ধরতে উল্টো পথে কক্সবাজার শহরে যেতে হচ্ছে। এই ভোগান্তি নিরসনে চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি নিশ্চিতের দাবিতে রোববার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত আবেদন করা হয়েছে।

চকরিয়া উপজেলায় কর্মরত সংবাদকর্মী সাঈদী আকবর ফয়সাল ও জাতীয় নাগরিক পার্টি চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী খাইরুল হাসান রোববার (২৬ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে এই লিখিত আবেদন পাঠান।

আবেদনে তাঁরা বলেন, রেলপথে আন্তঃনগর ট্রেনে করে সরাসরি ঢাকা যেতে চকরিয়া উপজেলা ছাড়াও পাশের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপজেলা এবং পার্শ্ববর্তী বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার যাত্রী সাধারণকে চকরিয়া থেকে উল্টোপথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়ে উঠতে হচ্ছে। এতে যাত্রী সাধারণের কষ্ট ও সময়ের অপচয় হচ্ছে।

আবেদনে বলা হয়, চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলপথের গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক জনপদ চকরিয়া। এই উপজেলার তিনটি স্টেশন (সাহারবিল, হারবাং, মালুমঘাট) ঘিরে আরও ছয়টি উপজেলার মানুষের রেলযাত্রার সংযোগ ঘটেছে। চকরিয়ার সাহারবিল স্টেশনটি মহেশখালী উপজেলা ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়কের সঙ্গে যুক্ত। হারবাং স্টেশনটি চকরিয়ার উত্তর জনপদ, কুতুবদিয়া, পেকুয়া ও বাঁশখালীর (আংশিক) মানুষের জন্য এবং মালুমঘাট স্টেশনটি চকরিয়ার দক্ষিণাঞ্চল এবং বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষংছড়ি উপজেলার মানুষের যাতায়াতের সংযোগস্থল।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেলপথটি চালুর পর থেকে চকরিয়ার স্টেশনগুলোতে চট্টগ্রামগামী লোকাল ট্রেন যাত্রা বিরতি করলেও ঢাকা থেকে সরাসরি কক্সবাজারগামী বা কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো বিরতি দেয় না। ফলে রাজধানী ঢাকায় জরুরি কাজে যেতে চাইলেও যাত্রীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

দুই বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ চালু করার মাধ্যমে এ অঞ্চলের মানুষের শতবছরের স্বপ্ন পূরণ হলেও এখনও রেলওয়ের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগ উঠছে। আবেদনকারীরা ছয় উপজেলার যাত্রীদের সহজ যাতায়াত নিশ্চিত করতে চকরিয়া স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।