বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘লগি-বৈঠা’র বিচার না হওয়ায় ‘গুম-খুনের সংস্কৃতি’ টিকে আছে: জামায়াত

সাতকানিয়ায় জামায়াতের বিক্ষোভ: নির্বাচনের আগে ‘খুনী বাহিনী’ নিষিদ্ধের আহ্বান বদরুল হকের
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৫ | ১০:০৭ অপরাহ্ন


২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত ‘লগি-বৈঠা হত্যাকাণ্ড’-এর বিচার এবং আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বদরুল হক বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে ছয়জন নেতাকর্মীকে হত্যা ও শতাধিককে আহত করেছিল। ইতিহাসের ওই বর্বরতম হত্যাকাণ্ডে জড়িত দলগুলোর বিচার না হওয়ায় দেশে গুম, খুন, দমন-পীড়ন ও গ্রেপ্তার বাণিজ্যের সংস্কৃতি টিকে আছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আপত্তি নেই। তবে তার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সকল খুনী বাহিনীকে নিষিদ্ধ করতে হবে। সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে সবার জন্য সমান রাজনৈতিক মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে।”

বক্তব্যে তিনি ‘খুনী ফ্যাসিবাদী গোষ্ঠীগুলোকে বাংলার রাজনীতি থেকে উৎখাত করার’ আহ্বান জানান।

সমাবেশটি বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা ডা. আব্দুল জলিল, মাওলানা কুতুব উদ্দীন, মাওলানা আব্দুল মালেক ও মাস্টার আবুল বশর ছিদ্দিকী প্রমুখ।

নেতারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়, যা কখনো ভোলা সম্ভব নয়। তারা দাবি করেন, যারা মানুষ পুড়িয়ে মারে বা লগি-বৈঠা দিয়ে হত্যা করে, তাদের গণতান্ত্রিক রাজনীতিতে স্থান নেই।