বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মিথ্যা তথ্যে গেজেটভুক্তি: ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

‘বেআইনিভাবে অর্থ আত্মসাৎ’: প্রতারক যোদ্ধাদের বিরুদ্ধে কঠোর সরকার
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০২৫ | ৬:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ সরকার
মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় এবং তালিকায় একাধিকবার নাম থাকায় ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যারা প্রতারণার মাধ্যমে গেজেটভুক্ত হয়েছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেট তালিকায় দেখা যায়, কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে।

এই অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের তিনজন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের দুজনসহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।