
“আধ্যাত্মিক পরিবর্তন ছাড়া জীবন পরিবর্তন সম্ভব নয়” উল্লেখ করে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী বলেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার মাধ্যমে আত্মিক উন্নয়ন সাধন করতে হবে। শুক্রবার (৩১ অক্টোবর) আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী ২১তম তাফসীর মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আল্লাহ আমাদের সৃষ্টি করে জীবনযাপনের সবকিছুর ব্যবস্থা করেছেন৷ তাই আমাদের সবার আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে, নয়তো আমাদের পুরো জীবনটাই অনর্থক হয়ে যাবে। পাশাপাশি আমাদের অহংকার দূর করতে হবে। আমাদের অহংকার সহজে মন থেকে বের হয় না। তাই আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে আত্মিক উন্নয়নের জন্য সাধনা করতে হবে।”
মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় শুরু হওয়া তাফসীর মাহফিলে কুরআন তেলাওয়াত করেন প্রখ্যাত কারী সাঈদুল ইসলাম আসাদ। মাহফিলে অধিবেশনভিত্তিক ধারাবাহিক সভাপতিত্ব করেন মুফতী কেফায়েতুল্লাহ, মাওলানা ওসমান ফয়েজী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী ও মাওলানা মুঈন উদ্দীন।
বক্তারা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের তাফসীর করে বলেন, “পবিত্র কুরআন আমাদের জীবন বিধান। মহানবী (সা.) আমাদের পথপ্রদর্শক। আর সাহাবীগণ আমাদের পথচলার অনুকরণীয় জীবনাদর্শ। আমাদের উচিৎ ইসলামী আকীদা-বিশ্বাস নিয়ে গভীর জ্ঞান অর্জন করা। কারণ আকীদা-বিশ্বাসের জ্ঞান ছাড়া প্রকৃত মুসলিম হওয়া যায় না৷ কারন ইসলামী বিশ্বাসের সঙ্গে সেকুলারিজম-কমিউনিজমের কোন সম্পর্ক নেই। ইসলামী একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। এ বিধানের মধ্যেই কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান নিহিত আছে।”
সমাপনী দিবসে আরও তাফসীর পেশ করেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আবদুল বাসেত খান, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ড. মাওলানা নুরুল আবছার আজহারী, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতি সোলাইমান ও মাওলানা এরফান শাহ প্রমুখ।