
চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকা থেকে আব্দুল খালেক নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এই বিশেষ অভিযান চালায়।
গ্রেপ্তার আব্দুল খালেক বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রত্নপুর গ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল খালেক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা আব্দুল খালেক গ্রামের বাড়িতে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।”