
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কান্দির পাড় এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় প্রবীণ বিএনপি নেতা আহমদ ছাফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আকস্মিকভাবে উপস্থিত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের সদস্য ফয়সল মাহমুদ ফয়জী। তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার তাৎপর্য তুলে ধরে বলেন, “বিএনপি কখনও রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেবে না। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি উল্লেখ করে ফয়সল মাহমুদ ফয়জী আরও বলেন, “যখন দলের নেতা-কর্মীরা হতাশায় ভুগছিলেন, তখন আমি তাদের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন বিপদ-আপদে খোঁজখবর নিয়েছি এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলায় আইনি সহায়তা দিয়েছি।”
বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. শহীদুল আজম।
ছাত্রদল নেতা মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল মনসুর, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, মাহবুবুল আলম, আবছার কোম্পানি, লেদু সিকদার, খোরশেদুল আলম, ইসমাইল মেম্বার, এরশাদ কাজল, আব্দুল কুদ্দুস, মো. কামাল, জামাল উদ্দিন, ওমর ফারুক, এনাম, মাওলানা এমরান, ছালাহউদ্দিন, জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, ইমরান উদ্দিন তোষার ও ইব্রাহিম খলিল প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।