বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

রেফারিদের ফুটবল লড়াইয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৫ | ৭:৪১ অপরাহ্ন


মাঠে যাদের কাজ বাঁশি বাজিয়ে খেলা পরিচালনা করা, তারাই যখন বুট পায়ে বল দখলের লড়াইয়ে নামেন, তখন সেই প্রতিযোগিতা পায় এক ভিন্ন মাত্রা। আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলো স্বাগতিক চট্টগ্রাম। সাঈদ মারজুকের এক শটেই বাজিমাত করলো চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ‘মেয়র – সিজেএফআরএ আন্তঃজেলা রেফারিজ ফুটবল টুর্নামেন্ট’-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে টুর্নামেন্টের দুই শক্তিশালী দলের এই ফাইনাল ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা। শুরু থেকেই শিরোপার জন্য মরিয়া হয়ে লড়তে থাকে দুই দল। তবে ব্যবধান গড়ে দেন চট্টগ্রামের সাঈদ মারজুক। তার করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত চট্টগ্রামকে শিরোপা এনে দেয়।

খেলা শেষে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেবাশীষ বড়ুয়া দেবু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, টুর্নামেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান মাহবুবুল আলম রাজীব, সম্পাদক এম এ সালাম, চট্টগ্রাম ফুটবল দলের ম্যানেজার সোহেল রানা এবং প্রশিক্ষক হেলাল উদ্দিন টিপু সহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আজীবন সদস্য সাজিব বিকাশ বড়ুয়া টুটুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্সবাজার জেলা দলের নেজাম এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন চট্টগ্রাম দলের মিজানুর রহমান। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন কক্সবাজার জেলা দলের পলাশ ও বাতু। আর ফাইনালের নায়ক, চট্টগ্রাম দলের সাইদ মারজুক ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।