
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার বার্ষিক সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের উপস্থিতি স্থানীয়দের মধ্যে সম্প্রীতির বার্তা দিয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার (১ নভেম্বর) উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খণ্ডলিয়াপাড়া মাদ্রাসার দুই দিনব্যাপী সভার দ্বিতীয় দিনে তারা ভিন্ন ভিন্ন সময়ে যোগ দেন। তবে সভা শেষে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয় বলেও জানা গেছে।
বিকেলে স্থানীয় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হুম্মাম কাদের চৌধুরী মাদ্রাসার সভায় অংশ নেন। তিনি বক্তব্যে বলেন, “আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা—দোয়া করবেন যেন ঈমানের সঙ্গে বাঁচতে ও মৃত্যুবরণ করতে পারি। আমার বাবা আপনাদের মাঝে নিয়মিত আসতেন, দোয়া চাইতেন। আশা করছি, সেই দোয়া ও ভালোবাসা আমিও পাব।”
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “সামনে নির্বাচন আছে, কী হবে জানি না, তবে চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। আপনাদের দোয়া নিয়েই যাচ্ছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে।”
অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “এই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে আজ অনেক আলেম-ওলামা দেশে-বিদেশে ইসলামের আলো ছড়াচ্ছেন। কওমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান পায় না, তবুও ইসলামী শিক্ষার মূল শক্তি তৈরি করছে।”
তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবদুল গণি ও বর্তমান পরিচালক মাওলানা সুলতান আহমেদের জন্য দোয়া চেয়ে বলেন, “এই প্রতিষ্ঠানসহ দেশের হাজারো মাদ্রাসা মানুষের দান ও অনুদানে চলছে। আমাদের সবার উচিত এই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো।”
সভায় সাবেক জাগদল নেতা, বৃহত্তর রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী কেএমএন আলমও উপস্থিত ছিলেন এবং মাদ্রাসার সাফল্য কামনা করেন। শুক্রবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই বার্ষিক সভায় বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা আলেম-ওলামারা ইসলামী আলোচনা করেন।