
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমির নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি ২০২৫–২৬ কার্যকালের জন্য এই দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে ছিলেন। বুধবার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ পাঠ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামি আন্দোলন। তিনি আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের চেতনা নষ্টের ষড়যন্ত্র রুখে দিতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
মুহাম্মদ শাহজাহান আরও বলেন, সংগঠনের সকল রুকন ও দায়িত্বশীলদের সমাজ গঠন ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক আহসানুল্লাহ, শাহজাহান চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অধ্যাপক নুরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুহাম্মদ তাহের।