
চট্টগ্রামের পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডার জেরে আবদুল মান্নান নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করেছে উপস্থিত জনতা। সোমবার (১০ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
আহত এটিএসআই আবদুল মান্নানকে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পটিয়া পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার মো. ফজলুল হক নামে আরেক ব্যক্তিও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মো. ফজলুল হক তার স্ত্রীকে নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। একই সময়ে চিকিৎসার জন্য যান পটিয়া ট্রাফিক পুলিশের এটিএসআই আবদুল মান্নান। এসময় মিটার রিডার ফজলুল হক লাইনে দাঁড়ানো অবস্থায় ট্রাফিকের এটিএসআই আবদুল মান্নান লাইনের আগে দাঁড়ানোর চেষ্টা করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে ট্রাফিক পুলিশ আবদুল মান্নান ওই মিটার রিডার মো. ফজলুল হককে মারধর শুরু করলে সেবা নিতে আসা অন্য রোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ট্রাফিক পুলিশকেও মারধর শুরু করেন। এতে ওই ট্রাফিক পুলিশ ও মিটার রিডার দুজনই আহত হন। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীদের সেবা প্রদান কিছু সময় ব্যাহত হয় বলে জানা গেছে।
ট্রাফিক পুলিশের মারধরের শিকার মো. ফজলুল হক জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন। কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে তার স্ত্রীর সামনে তাকে ট্রাফিক পুলিশ বেদমভাবে মারধর করলে তিনি আহত হন। ফজলুল হক আরও জানান, এক পর্যায়ে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েন এবং ওই ট্রাফিক পুলিশের হাতে ওয়াকিটকিও ছিল।
তবে ট্রাফিক পুলিশের এটিএসআই আবদুল মান্নান হাসপাতালে ভর্তি থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তৈয়ব বলেন, “দুজনের পক্ষের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে। পরে তা সমাধান হয়ে গেছে।”