
চট্টগ্রামের হাটহাজারীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের দিকে পৌরসভার ফটিকা ইউনিয়নের কড়িয়ার দিঘীর পাড় সংলগ্ন এলাকায় এই নির্মাণকাজের সূচনা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ আবদুল্লাহ আল মুনিন, গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী সুকান্ত কুমার দে ও উপ-সহকারী প্রকৌশলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আবছার।
প্রসঙ্গত, প্রায় ১১ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ। তিন তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লী ছাড়াও মহিলাদের নামাযের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০তলা উচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশন অফিস, লাশ ধোয়ার ব্যবস্থা, প্রতিবন্ধিদের নামাজ ব্যবস্থা, বিশাল শাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিম/খাদেম থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মসজিদ ইসলামী সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলতি বছরের ৪ জুলাই ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন হাটহাজারী পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘীর পাড়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন ফলক উন্মোচন করে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।