রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হাটহাজারীতে এবার অটোরিকশা চালকের লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৫ | ১২:২৫ পূর্বাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে মো. জাফর (৬০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চৌধুরীহাট এলাকার ঠান্ডাছড়ি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

নিহত জাফর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকার রিয়াজুদ্দিনের বাড়ির বাসিন্দা বলে স্থানীয়রা শনাক্ত করেছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটিসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জানতে হাটহাজারী মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে গত সোমবার (১০ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থান থেকে এক নারীসহ আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছিল। ওইদিন সকালে পৌরসভার আলমপুর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি, মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক নারী এবং ধলই ইউনিয়ন থেকে ৬২ বছর বয়সী এক ভিক্ষুকের লাশ উদ্ধার করে পুলিশ।

দুই দিনের ব্যবধানে চারটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।