শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জনগণ ঐক্যবদ্ধ : ফটিকছড়িতে নুরুল আমিন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৫ | ৬:৪৪ অপরাহ্ন


“ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জনগণ আজ ঐক্যবদ্ধ। যারা মন-মানসিকতায় এখনো ফ্যাসিবাদী, জনগণ তাদেরও প্রতিহত করবে,” বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “আমরা চাই একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী সমাজ, যেখানে সকল নাগরিকই ন্যায়বিচার ও অধিকার নিশ্চিতভাবে পাবে।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য ফ্যাসিবাদের ভয়, অবিচার ও শোষণকে চ্যালেঞ্জ করা। ভোটের মাধ্যমে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে তুলব, যা সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।”

দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির শুরু হয় পাইন্দং ইউনিয়নের জামায়াত কর্মী মরহুম আব্দুল কাদেরের কবর জিয়ারতের মাধ্যমে।

পরে অধ্যক্ষ নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে কানচুর হাট বাজার, তেমোহনি বাজার, রাজা রাস্তা, বাইন্যাছোলা ও শিল্পপাড়া এলাকায় গণসংযোগ করেন।

এছাড়া তিনি এলাকার আলেম-ওলামা এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

শিক্ষক ও আলেমদের ‘সমাজের দিশারী’ উল্লেখ করে তিনি বলেন, “তাঁদের সহযোগিতা ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই, সকল বয়সী মানুষ নিজ নিজ দায়িত্বে ভোটাধিকার প্রয়োগ করবে এবং একটি শক্তিশালী, ন্যায়পরায়ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশ নেবে।”

গণসংযোগকালে অন্যদের মধ্যে ইউনিয়ন সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, সভাপতি অ্যাডভোকেট আমিন উল্লাহ, সহ-সভাপতি লোকমান চৌধুরী, মাস্টার রুহুল আমিন, মাওলানা তৌহিদুল ইসলাম সেলিম, মাওলানা আলী হোসেন, সাইরান কাদের, আনিস চৌধুরী, আবছার উদ্দিন মেম্বার, ইউনিয়ন শিবির সভাপতি ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।