
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সরকারি সিদ্ধান্তকে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রতি অবজ্ঞা’ এবং ‘জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, নইলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত ৫ দফা দাবির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া গ্রহণ করা হলে গণতন্ত্র আরও দুর্বল হবে। তারা বলেন, “উপদেষ্টা পরিষদ জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে, অথচ গণভোটের জন্য বাজেট বরাদ্দ নেই; যা দুঃখজনক।”
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “দেশ গভীর রাজনৈতিক সংকটে রয়েছে। এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হলো জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন।” ইন্টেরিম সরকারের কিছু আচরণ জনগণের আস্থাহীনতা বাড়িয়ে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে মুহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ উল্লাহ, শামসুজ্জামান হেলালী, লুৎফর রহমানসহ মহানগর জামায়াতের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে চকবাজার অলি খাঁ মোড় ঘুরে শান্তিপূর্ণভাবে শেষ হয়।