
খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশের অনুমতি না থাকায় দুই চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রামগড় পৌরসভার বাজার এলাকার একটি আবাসিক ভবন থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চীনা পাসপোর্টধারী ওই দুজন হলেন জিয়াং ছেংথং ও টেং তংগু। তারা গত বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্ল্যাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড়ে আসেন। তারা কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে স্থানীয় ইলিয়াছ হোসেনের মালিকানাধীন আবাসিক ভবনের চতুর্থ তলার একটি বাসা ভাড়া নেন। বাড়ির মালিক ইলিয়াছ হোসেনকে তারা বলেছিলেন, বাসাটি ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউন হিসেবে ব্যবহার করা হবে।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি মো. মাঈন উদ্দিন জানান, তারা (চীনারা) পুলিশকে জানিয়েছেন যে, দেড় মাস আগে চট্টগ্রাম এসে খুলশী এলাকায় থাকছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও জিয়াং ছেংথং ও টেং তংগুর তা ছিল না। তাদের কাছ থেকে জব্দকৃত ডিভাইস সম্পর্কে যাচাই-বাছাইয়ের জন্য বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে।
ওসি মো. মাঈন উদ্দিন আরও বলেন, “বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা এখনো শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।”