রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘ক্ষুদ্র বিনিয়োগে’ বৃহৎ ব্যবসার স্বপ্ন, পটিয়ায় ৫০ জনের হাতে দলিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৫ | ১:৫৪ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় ‘বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটি’র তৃতীয় বারের মতো দলিল হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পটিয়া পৌরসদরের কেপিডিএল ক্রাউন স্টোন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন শেয়ারহোল্ডারকে তাদের দলিল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানটি উদ্যোক্তা অ্যাডভোকেট শেখ ওমর ফারুকের সভাপতিত্বে এবং বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটির সদস্য আনোয়ার আলমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেপিডিএল ক্রাউন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমদ হিরু, অ্যাডভোকেট মো. ইমন, জাফর আলম, জামাল উদ্দীন এবং ফখরুল নাঈম।

বক্তারা বলেন, বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটি পটিয়ায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসায়িক সম্প্রসারণের জন্য গঠিত হয়েছে। কবির আহমদ হিরু, অ্যাডভোকেট মো. ইমন, জাফর আলম, জামাল উদ্দীন ও ফখরুল নাঈম আরও বলেন, “ছোট ছোট বালু কণা দিয়ে যেভাবে পাহাড় পর্বত হয় ঠিক একই ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে বৃহৎ ব্যবসায় সম্প্রসারণ করা সম্ভব।”

বক্তারা উল্লেখ করেন, বর্তমান চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশে সবকিছুতেই নতুনত্ব বিরাজ করছে। বিজনেস ডেভেলপলেন্ট কমিউনিটিও এই নতুনত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আগামী দিনে পটিয়ায় নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি ব্যবসায়িক সম্প্রসারণ করতে চায়।