রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়াকে ‘দক্ষিণ চট্টগ্রামের মডেল’ বানানোর স্বপ্ন নিয়ে মাঠে এলডিপি প্রার্থী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ নভেম্বর ২০২৫ | ৫:৫৯ অপরাহ্ন


চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী বলেছেন, তিনি তার ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা পটিয়ার উন্নয়নে কাজে লাগাতে চান।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পটিয়া পৌরসদরের বিভিন্ন জায়গায় গণসংযোগ চালানোর সময় তিনি এই অঙ্গীকার করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি, শিল্পপতি এম এয়াকুব আলী দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা এলডিপির নেতাকর্মীদের সাথে নিয়ে এই গণসংযোগ চালান।

গণসংযোগকালে এলডিপি প্রার্থী এম এয়াকুব আলী বলেন, “পটিয়ার মানুষ পরিবর্তন চায়। তারা সুশাসন, উন্নয়ন ও নিরাপদ জীবনের রাজনীতি চায়। আমি ব্যবসায়ী হিসেবে এই অঞ্চলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। এবার পটিয়ার মানুষের সেবা করার সুযোগ চাই। নির্বাচিত হলে পটিয়ার এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করে আধুনিক নগরায়ণ, শিল্পায়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবো।”

এম এয়াকুব আলী আরও বলেন, “এলডিপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বরং মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে। পটিয়ার মানুষ আজ যে অবহেলা, বৈষম্য আর নানা ভোগান্তির মধ্যে রয়েছে তা থেকে উত্তরণে আমি কাজ করতে চাই। উন্নয়ন হবে নিরপেক্ষ, সবার জন্য, কোনো দলীয়করণ নয়।”

জেলা এলডিপির এই নীতিনির্ধারক বলেন, “পটিয়ার উন্নয়ন আমার স্বপ্ন। শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এই চারটি খাতে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমি শিল্পপতি, জানি কীভাবে বিনিয়োগ আকর্ষণ করতে হয়, কীভাবে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হয়। এলডিপি আগামী নির্বাচনে সরকারের সহযোগী হলে পটিয়া হবে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের মডেল। আমি পটিয়ার মাটি ও মানুষের সঙ্গে বেড়ে উঠেছি। আপনাদের ভোট ও দোয়া চাই।”

জনসংযোগ কর্মসূচিতে এম এয়াকুব আলী এবং এলডিপির নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং এম এয়াকুব আলীর উন্নয়ন ভাবনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি স্থানীয় বাজার, দোকানপাট, বাড়ি, গলিপথ ও বিভিন্ন ওয়ার্ডে জনগণের সঙ্গে কুশল বিনিময় করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌরসভার এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, গনতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক নুরুল আলম, পটিয়া পৌরসভা এলডিপির সহ-সভাপতি কবির সওদাগর, প্রচার সম্পাদক আবদুল কাদের এবং গনতান্ত্রিক ছাত্রদল নেতা রাকিব চৌধুরীসহ আরও অনেকেই।