রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হেয়াকো চালক সমিতি পেল নতুন নেতৃত্ব

সভাপতি কামাল, সম্পাদক আনিস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০২৫ | ১:০৬ অপরাহ্ন


দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো ট্রাক-পিকাপ চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সমিতির কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে মোহাম্মদ কামাল উদ্দিন সভাপতি এবং মো. আনিছ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ কামাল উদ্দিন ৩৬৪ ভোট ও মো. আনিছ মিয়া ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া সহসভাপতি পদে মোহাম্মদ নবী এবং সদস্য পদে মো. শাহ আলম, মোহাম্মদ আরিফ ও মো. আবু তালেব নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৬১৪ জন, যাদের মধ্যে ৫২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। পাঁচটি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমিশনের নির্দেশে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদ ভূঁঞার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে। কমিশনের দক্ষ তত্ত্বাবধান এবং প্রার্থীদের সহযোগিতায় ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সবকিছু স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদ ভূঁঞা আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ আবদুল মন্নান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘এটি শুধু একটি নির্বাচন নয়, এটি এই সমিতির ঐক্য ও সম্ভাবনার নতুন সূচনা। আমরা সবার সহযোগীতা নিয়ে অনেক দুর এগিয়ে যেতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আনিছ মিয়া বলেন, ‘সংগঠনকে একটি সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও সেবামুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সহযোগীতা চাই। তিনি নির্বাচনে সহায়তা করায় সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।’

উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদ ভূঁঞা বলেন, ‘অত্যন্ত প্রাণবন্তভাবে নির্বাচন সম্পন্ন করেছি। শীঘ্রই নির্বাচিত কমিটি তাদের ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও শৃংখল সমবায় সমিতি গঠনে এলাকায় ভূমিকা রাখবে বলে আশা করছি।’