
চট্টগ্রামের পটিয়ায় বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় সাইদুল আলম বাবলু (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল আলম বাবলু কোলাগাঁও ইউনিয়নের নলান্দা ১ নং ওয়ার্ডের মো. ফরিদুল আলমের ছেলে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বাবলু ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্র সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ওসি নুরুজ্জামান বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সাইদুল আলমকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তারকৃত বাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।”