
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুন— তিন আসামির অপরাধ প্রমাণিত।
রায় ঘোষণার সময় বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বাইরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা অবস্থান নেন ও স্লোগান দেন।
রায় পড়া সরাসরি দেখতে টিএসসিতে বড় পর্দাও স্থাপন করা হয়, সেখানেও ভিড় দেখা গেছে। এছাড়া, ধানমন্ডির ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে এবং সেখানে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।