রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাউজানে প্রবাসীর ৩০ কোটি টাকার উপহার: আরও দুটি সড়কের কাজ শুরু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৫ | ৫:২০ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক ব্যবসায়ীর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ দুটি আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নোয়াপাড়া ইউনিয়নে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই উন্নয়নকাজের সূচনা হয়। এলাকাবাসী কৃতজ্ঞতাস্বরূপ সড়ক দুটির নাম দিয়েছেন ‘আলহাজ জসিম উদ্দিন সড়ক ৬ এবং ৭’।

সড়ক দুটি নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া এবং পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন পর্যন্ত বিস্তৃত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের মেঝ ভাই আলহাজ মোহাম্মদ মোক্তার আহমদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আহমদুল হক, আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম, সমাজসেবক খসরুল আমিন চৌধুরী, প্রকৌশলী নুর আম্বিয়া, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন এবং স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুখাইন মুহাম্মীয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নঈমুদ্দিন আল হোসাইনি।