রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হাটহাজারীতে ৭২০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০২৫ | ৮:০৬ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে আবাদ বাড়াতে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে বাছাই করা কৃষকদের এই প্রণোদনা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে প্রদর্শনীর জন্য ফসলভেদে ৩০ কেজি গম, ১ কেজি সরিষা, ১০ কেজি চিনাবাদাম, ১ কেজি করে হাইব্রিড ও ওপি জাতের সূর্যমুখী, ৫ কেজি মুগ, ৮ কেজি খেসারি, ৭ কেজি ফেলন ও ২ কেজি অড়হড় বীজ দেওয়া হয়। এছাড়া ফসলের ধরণ অনুযায়ী প্রত্যেককে ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি ও ৫ কেজি হারে এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, রবি মৌসুমে আবাদ ও উৎপাদন সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকরা বীজ ও সার সঠিক নিয়মে ব্যবহার করছেন কি না, তা নিয়মিত তদারকি করা হবে। তদারকিতে কোনো অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। অন্যদের মধ্যে গণমাধ্যমকর্মী কেশব কুমার বড়ুয়া, আবুল বাসার এবং কৃষক প্রতিনিধি মো. বোরহান উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।