শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২৫ | ১২:৪৩ অপরাহ্ন


রাজধানীর পুরান ঢাকার বংশালে ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে বংশালের কসাইটুলি এলাকার কে পি ঘোষ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন—রাফিউল (২১) ও সবুজ (৩০)। নিহত অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বংশাল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, ভূমিকম্পের সময় কসাইটুলির কে পি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্বর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। ওই সময় নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন পথচারী চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করেই পাঁচতলা ওই ভবনের রেলিং ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

পরে মরদেহগুলো উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভূমিকম্পের সময় মাথায় ইট পড়েই তাদের মৃত্যু হয়েছে।