
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির মনোনয়ন দৌড়ে টিকে থাকতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছেন গণ্ডামারা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ও বিএনপি নেতা লেয়াকত আলী। দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকায় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে আগামীকাল শনিবার এই জনসভার ডাক দিয়েছেন তিনি।
বাঁশখালী উপজেলা সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে মাঠের একপাশে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ে চলছে ব্যাপক প্রচারণা।
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক এই যুগ্ম আহ্বায়কের ঘনিষ্ঠজনরা জানান, বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা থেকে লেয়াকত আলীর নাম বাদ পড়ার পর থেকেই তার অনুসারীরা ক্ষুব্ধ। তারা বিভিন্ন সময় প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় দলের নীতিনির্ধারকদের কাছে নিজের জনসমর্থন তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন।
আয়োজকরা আশা করছেন, শনিবারের এই জনসমাবেশে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে ৬০ থেকে ৭০ হাজার নারী-পুরুষ অংশ নেবেন। এটিকে বাঁশখালীর ইতিহাসের রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হিসেবে দেখছেন তারা। মূলত এই বিশাল জমায়েতের মাধ্যমে কেন্দ্রকে বার্তা দিতে চান লেয়াকত আলীর অনুসারীরা।