রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মসজিদে তওবা করে ভালো হওয়ার শপথ নিলেন ‘মাদক সম্রাট’

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২৫ | ১০:৩৩ অপরাহ্ন


জনরোষ ও স্থানীয়দের চাপের মুখে দীর্ঘ ৫০ বছরের মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ‘মাদক সম্রাট’ খ্যাত আজিজুল হক ওরফে জলইক্যা (৬৫)। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় একটি মসজিদে মুসল্লিদের সামনে প্রকাশ্যে তওবা করেন তিনি।

উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘাগড়াকুল বাইতুল ইকরাম জামে মসজিদে এই ঘটনা ঘটে। মসজিদের ইমাম এইচ এম তারেক হোসাইন তাকে তওবা পাঠ করান।

তওবা পাঠ শেষে আজিজুল হক সবার সামনে তার অতীতের অবৈধ কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে তিনি আর কখনো মাদক ব্যবসায় জড়াবেন না এবং এখন থেকে হালাল ব্যবসার মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করবেন।

স্থানীয়রা জানান, এলাকায় ‘জলইক্যা’ নামে পরিচিত আজিজুল হক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর প্রতিবাদে গত ১৭ নভেম্বর এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর বিক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করলে তিনি পালিয়ে যান। আত্মগোপনে থাকার তিন দিন পর তিনি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসেন এবং মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘাগড়াকুল বাইতুল ইকরাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার বলেন, জলইক্যা যদি তার অঙ্গীকার ভঙ্গ করে আবারও মাদক ব্যবসায় জড়ান, তবে এলাকাবাসী তাকে আর ছাড় দেবে না।

তওবা পড়ানোর সময় মসজিদে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী শফিউল আহমদ, রাজানগর আর এ বি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইউছুপ কামাল তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর প্রমুখ।