শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

কোটা আন্দোলনের সেই জসিম বাঁশখালীতে লড়তে চান ভোটের মাঠে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ নভেম্বর ২০২৫ | ২:১৯ অপরাহ্ন


গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে সংসদ সদস্য পদে লড়তে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে স্লোগান দিয়ে তিনি তরুণদের কাছে ‘স্লোগান মাস্টার’ হিসেবে পরিচিতি পান।

সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে জসিম উদ্দিনসহ একাধিক নেতা বাঁশখালী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জসিম উদ্দিনের বাড়ি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা জসিম বর্তমানে দলের উচ্চতর পরিষদ সদস্য এবং কুমিল্লা বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জসিম উদ্দিন বলেন, স্বৈরাচারবিরোধী শক্তি হিসেবে গণঅধিকার পরিষদ মানুষের ভালোবাসা অর্জন করেছে। ২০১৮ সালের কোটা আন্দোলন ছিল স্বৈরাচার পতনের সূতিকাগার। সেই আন্দোলনের একজন হতে পেরে তিনি গর্বিত। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নিজ এলাকা বাঁশখালী থেকে তিনি নির্বাচন করতে চান। দল ও এলাকাবাসী তার ত্যাগ ও সংগ্রামকে মূল্যায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জসিম উদ্দিন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। ওই সময় স্লোগান তৈরিতে ও নেতৃত্বে দক্ষতার কারণে তিনি ‘স্লোগান মাস্টার’ খ্যাতি পান। ২০১৮ সালের ৩০ জুন ঢাকায় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে চার দিন গুম করে রাখা, গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার অভিযোগ রয়েছে। দুই মাস কারাভোগের পর তিনি মুক্তি পান। এছাড়া ২০২৪ সালের জুলাই বিপ্লবেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং আহত হন।

মনোনয়ন ফরম নেওয়ার পাশাপাশি তিনি এলাকায় নির্বাচনী গণসংযোগও শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।