শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বেঙ্গল ওয়ারিয়র্স ফুটবল: নাটকীয় ফাইনালে শিরোপা ব্লেজিং ওয়ারিয়র্সের

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ নভেম্বর ২০২৫ | ৬:২১ অপরাহ্ন


বেঙ্গল ওয়ারিয়র্স আয়োজিত প্রথম আন্তঃফুটবল টুর্নামেন্ট ‘দ্য ওয়ারিয়র্স প্লেন-২০২৫ (সিজন-০১)’-এর শিরোপা জিতেছে ব্লেজিং ওয়ারিয়র্স। সোমবার রাতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-১ গোলে ড্রিবল ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

এর আগে নির্ধারিত সময়ে দুই দলের খেলা গোলশূন্য ড্র ছিল। খেলা অমীমাংসিত থাকায় ফলাফলের জন্য টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে স্নায়ুচাপ সামলে জয় তুলে নেয় ব্লেজিং ওয়ারিয়র্স।

টুর্নামেন্টের এই প্রথম আসরে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো—ব্লেজিং ওয়ারিয়র্স, ড্রিবল ওয়ারিয়র্স, ক্রাসার্স ওয়ারিয়র্স এবং নাইটস ওয়ারিয়র্স।

ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন নিউরন হসপিটালের পরিচালক মো. শাহাদাত হোসেন, আলোক ইন্টারন্যাশনালের মো. ইমরানুল হক মুন্না, আলফা সায়েন্সের মো. মিনারুল ইসলাম, পটিয়া পৌরসভা ছাত্রদলের মো. ইব্রাহিম মির্জা ও মো. সামি।

আয়োজকরা জানান, উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসর ফুটবলপ্রেমীদের মধ্যে সাড়া জাগিয়েছে। সফল আয়োজনের পর পরবর্তী সিজন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা।