রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের তিনজন গ্রেফতার, টাকা উদ্ধার

| প্রকাশিতঃ ১ জুলাই ২০১৬ | ৭:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।

গ্রেফতারকৃৃতরা হলেন- মো. সবুজ (২৫), মো. খোকন (২৮) ও শহীদুল ইসলাম (২৫)।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ২৮ জুন দুপুরে গুল-এ-জার বেগম হাই স্কুলের কাছে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। এরপর সবুজকে বহদ্দারহাট, খোকনকে শিল্পকলা একাডেমী ও শহীদুলকে চট্টেশ্বরী রোড থেকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ছিনতাই হওয়া পাঁচ লাখ টাকার মধ্যে এক লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।