রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় সেরা খামারির পুরস্কার পেলেন মহিউদ্দিন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০২৫ | ২:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ডেইরি খামারি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাহ মজিদিয়া এগ্রোর স্বত্বাধিকারী মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

উপজেলার চুনতি ইউনিয়নের পাত্রিশা এলাকার খামারি মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন জানান, প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি মেলায় আসা স্কুলের শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিনামূল্যে নিজের খামারের দুধ ও ডিম করিয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাজারজাতকরণের সুযোগ তৈরি করাই এই মেলার মূল উদ্দেশ্য। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।