
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমদ জানান, চোরেরা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ বাবদ রাখা আনুমানিক ১২ হাজার টাকা এবং ৫ জন শিক্ষকের ব্যক্তিগত প্রায় ১০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও খোয়া গেছে।
প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সামনে প্রায়ই সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন বখাটে ও মাদকাসক্ত যুবক ফুটবল খেলে এবং মাদকসেবন করে। অতীতেও তাদের ফুটবলের আঘাতে জানালার গ্লাস ভেঙে গিয়েছিল। নিষেধ করা সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এই চুরির সঙ্গে তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইকবাল বলেন, তিনি একাধিকবার বখাটেদের ফুটবল খেলা ও আড্ডা বন্ধের চেষ্টা করেছেন। এ নিয়ে তাদের সঙ্গে বেশ কয়েকবার বাকবিতণ্ডাও হয়েছে। তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লিটন জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের সামনে রাতে খেলাধুলা ও আড্ডা বন্ধে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আলিম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।