
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একটি বিপন্ন প্রজাতির ‘পলাশ মেছো ঈগল’ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকালে উপজেলার ছদাহা এলাকা থেকে পাখিটি উদ্ধার করে চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে একটি পুকুরে মাছ শিকার করতে নামে ঈগলটি। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে পাখিটি নিচে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসাইন সাকী বন বিভাগে খবর দেন।
খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার ঘটনাস্থলে গিয়ে ঈগলটি উদ্ধার করেন।
তিনি জানান, উদ্ধার করা পাখিটি ‘পলাশ মেছো ঈগল’ (Pallas’s Fish Eagle) প্রজাতির। বৈদ্যুতিক শকে পাখিটির পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে এবং এটি বেশ দুর্বল হয়ে পড়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঈগলটিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
বন কর্মকর্তারা জানান, আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির ঈগল দিন দিন প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে।