রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২০ সদস্যকে শেয়ার হস্তান্তর

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৫ | ৩:০৪ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় বিজনেস ডেভেলপমেন্ট কমিউনিটির (পিডিসি) চতুর্থবারের মতো দলিল হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। শুক্রবার রাতে পটিয়া পৌর সদরের থানার মোড় এলাকার কেপিডিএল ক্রাউন সেন্টারে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের ২০ জন সদস্যের কাছে শেয়ারের দলিল হস্তান্তর করা হয়। আয়োজকরা জানান, নতুন উদ্যোক্তা সৃষ্টি করে পটিয়ার ব্যবসায়িক সম্প্রসারণ নিশ্চিত করাই পিডিসির মূল উদ্দেশ্য।

বক্তারা বলেন, দেশের অন্যান্য প্রধান শহরের তুলনায় পটিয়ায় ব্যবসায়িক সম্প্রসারণ তুলনামূলক কম। তাই পটিয়ার প্রাণকেন্দ্রে আধুনিক শপিং মলসহ বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে পিডিসি। ব্যক্তিগতভাবে সবাই দক্ষ হলেও সবাইকে এক জায়গায় এনে সেই দক্ষতাকে কাজে লাগাতে চায় এই কমিউনিটি।

কেপিডিএল কর্মকর্তা মাহমুদুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসার গুরুত্বের ওপর আলোচনা পেশ করেন হাফেজ মাওলানা সরওয়ার হোসাইন রাশেদী। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবী ওমর ফারুক, মহিউদ্দীন মুকুল, আইনজীবী মো. ইমন, নুর মোহাম্মদ ও আনোয়ার আলমদার।