রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কোচিং নিয়ে আশার কথা শোনালেন ফটিকছড়িতে আসা আশরাফুল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ নভেম্বর ২০২৫ | ৩:০৬ অপরাহ্ন


আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে আকস্মিক সফরে চট্টগ্রামের ফটিকছড়িতে গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। শুক্রবার সকালে উপজেলার লেলাং গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন আশরাফুল। শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। সিরিজ শুরুর আগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার উদ্দিন চৌধুরীর আমন্ত্রণে তিনি ফটিকছড়িতে যান।

নিজের নতুন ভূমিকা নিয়ে মোহাম্মদ আশরাফুল বলেন, এখানে এসে দর্শকদের আবেগ ও ভালোবাসার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ক্রিকেট নিয়ে তার অনেক স্বপ্ন আছে। যেহেতু কোচিং পেশায় এসেছেন, তাই ক্রিকেটের সঙ্গেই থাকবেন এবং মাঠে কাজ করবেন।

সুযোগ পাওয়ায় নিজের অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিতে চান জানিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, সামনে অবশ্যই ভালো কিছু হবে বলে তিনি আশা করেন।

শুক্রবার সকালে আশরাফুল লেলাং গ্রামের সন্যাসীরহাট এলাকায় ইফতেখার উদ্দিন চৌধুরীর বাড়িতে পৌঁছান। সেখানে জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেন। বিকেলে তিনি লেলাং গ্রামের চৌধুরী প্রজেক্টসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। পরে দিঘীর পাড় এলাকার একটি মসজিদে আসরের নামাজ আদায় করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

এ সময় লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উপকমিটির সদস্য মো. মোস্তফা কামাল, সাকিল মাহমুদ, শের আলী ও ডা. বাবর মোহাম্মদ উপস্থিত ছিলেন।