
চট্টগ্রামের চকবাজারে বহুতল মার্কেট নির্মাণের নামে ব্যবসায়ীদের উচ্ছেদ ও হয়রানির অভিযোগ তুলে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টায় নগরীর চকবাজার গুলজার মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজ রোড ও লালচাঁন্দ রোডের ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালন করে এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কর্ণফুলী শিপ বিল্ডার্স-এর মালিক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ হিন্দুদের কিছু দেবত্তোর সম্পত্তি কিনে সেখানে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে তিনি সিটি করপোরেশনের একটি বাতিল হওয়া প্রকল্পের দোহাই দিয়ে এবং জমিদারদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মার্কেট কিনে নিচ্ছেন। ইতোমধ্যে লালচাঁন্দ রোডের মদিনা মার্কেট কিনে নিয়ে শতাধিক ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে। এখন কলেজ রোডের মোতালেব মার্কেট কিনে সেখানকার ব্যবসায়ীদেরও পথে বসানোর পায়তারা চলছে।
ব্যবসায়ী নেতারা বলেন, ২০০৯ সালে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের জন্য সিটি করপোরেশন একটি পার্কিং জোন করার পরিকল্পনা করেছিল। কিন্তু ২০১৩ সালে সিডিএ কলেজ রোড সম্প্রসারণ করায় ওই প্রকল্পের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় এবং তা স্থগিত হয়। এখন সেই বাতিল প্রকল্পকে পুঁজি করে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বালি আর্কেডের মতো নান্দনিক মার্কেট হোক, তাতে আপত্তি নেই। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি করে নয়। ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আতাউর রহমান আসাদের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন লালচাঁন্দ রোড ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইদ্রিস মামুন, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হায়দার, মোতালেব মার্কেট ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, সাফ আমিন ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, মতি টাওয়ারের সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন, ফেডারেশনের অর্থ সম্পাদক মো. ইসমাইল, যুগ্ম সম্পাদক মো. আব্দুল খালেক, হাবিবুর রহমান, মো. আহসান ও মো. শাহাদাত।