
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমল মানেই ছিল গুম, খুন, হরিলুট আর পদে পদে মৃত্যু আতঙ্ক। সেই দুঃসময়ে সব বাধা ও বিপদ উপেক্ষা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম কাজ করে গেছেন চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার এবং অসুস্থদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যেকোনো সময় ক্রসফায়ারে আক্রান্ত হওয়া বা গুম হওয়ার শঙ্কা ছিল। মীর হেলাল সেই কঠিন পরিস্থিতিতেও সাহসের সঙ্গে কাজ করেছেন।
বিএনপি চেয়ারপারসনের ত্যাগের কথা উল্লেখ করে রিজভী বলেন, মঈন উদ্দিন-ফখরুদ্দিনের হুমকি, শেখ হাসিনার ষড়যন্ত্র এবং রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন এবং খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের কাছ থেকে আলাদা করা যায়নি।
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় এক কোটির বেশি মানুষ বিদেশে বসবাস করেন। অথচ এখন পর্যন্ত মাত্র ৭৪ থেকে ৭৫ হাজার প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। বর্তমান প্রক্রিয়ায় বহু মানুষ ভোটদান থেকে বঞ্চিত হবেন। তাই প্রবাসীদের পাসপোর্টকে ভোটার কার্ড হিসেবে গণ্য করে তাদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তিনি।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসুস্থ হাফেজ আবু বকর সায়েমের (১২) চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাতটি পরিবার ও আহত পাঁচটি পরিবারের মাঝেও সহায়তা দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও রাশেদুজ্জামান পিয়াস।