
চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকতের খানখানাবাদ পয়েন্টে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছিল। কিন্তু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে সেই আয়োজন মুহূর্তেই বিষাদে রূপ নেয়। পরে বিনোদনমূলক কর্মসূচি বাতিল করে সেখানে খতমে কোরআন ও দোয়া মাহফিল করা হয়।
শনিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মফিজুর রহমান আশিকের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
আয়োজকরা জানান, খানখানাবাদ এলাকার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে মিলনমেলা ও বনভোজনের প্রস্তুতি ছিল। কিন্তু বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই। এই খবর পৌঁছানোর পরপরই আনন্দ ভ্রমণের আমেজ কেটে যায়। পরে সৈকত এলাকাতেই মাদুর বিছিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন নেতাকর্মীরা।
মফিজুর রহমান আশিক বলেন, আজকের প্রোগ্রামটা ছিল নেতাকর্মীদের মিলনমেলার মতো। সবাই সৈকতে এসে একটু আনন্দ করবে—এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা জানতে পারলাম আমাদের নেত্রী গুরুতর অসুস্থ। যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, জেল-জুলুম সহ্য করেছি, সেই নেত্রীকে এ অবস্থায় দেখে আমাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, তাই আনন্দের পরিবর্তে দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। আজ কোনো রাজনৈতিক বক্তব্য নয়, শুধু নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হবে।
মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।