রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হাটহাজারীতে এতিম শিশুদের খাওয়ানো হলো প্রোটিনসমৃদ্ধ খাবার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ নভেম্বর ২০২৫ | ৬:১১ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে সরকারি শিশু পরিবার ও সেইফ হোমে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে। রোববার উপজেলার ফরহাদাবাদ এলাকায় এতিম ও দুস্থ শিশু-কিশোরদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এলডিডিপি প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে সেইফ হোমের নিবাসী এবং শিশু পরিবারের (বালক) সদস্যদের মাঝে প্রাণীজ আমিষ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পরিবেশন করা হয়। এ সময় বক্তারা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পরিমিত খাবার গ্রহণ এবং প্রাণীজ আমিষ ও প্রোটিনের গুণাগুণ তুলে ধরেন।

সেইফ হোম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সেইফ হোমের তত্ত্বাবধায়ক মোজাহিদুল ইসলাম, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ১ নম্বর ফরহাদাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আজম এবং সোনালী ব্যাংক সরকারহাট শাখার ব্যবস্থাপক সুজয় ঘোষ।

এছাড়া অনুষ্ঠানে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপু ও ইমাম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।