
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রোববার দুপুরে উপজেলার কেলিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল মহাজন (৪১) ওই এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেলিশহর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাসেলের কাছ থেকে ৫৮১ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাসেল অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।