শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘মাইজভাণ্ডারী ত্বরিকার মূল বিষয় হলো ইশক’

শোকর-এ মওলা মনজিলে ১০ পৌষের প্রস্তুতি সভা ও মাহফিল
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০২৫ | ২:৪৯ অপরাহ্ন


বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর পবিত্র ১০ পৌষ খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা, মাসিক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ও আশেকানে হক ভাণ্ডারী ‘শোকর-এ মওলা মনজিল’-এর উদ্যোগে গত শুক্রবার এ আয়োজন করা হয়।

শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদের জ্যেষ্ঠ সদস্য ও মাইজভাণ্ডারী গবেষক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহেদ আলী চৌধুরী বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকার মূল বিষয় হলো ইশক বা প্রেম। যেখানে প্রেম, সেখানেই শান্তি প্রতিষ্ঠিত। সমাজ ও রাষ্ট্র ঠুনকো আবেগে পরিচালিত হলে বিপদগ্রস্ত হয়। ইসলামের মৌলিক দিকনির্দেশনা অনুসরণ করলেই শান্তি ও শৃঙ্খলা আসবে।

তিনি আরও বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। মহান আল্লাহ তাঁর হাবিবের আনুগত্য ও ভালোবাসাই চান। তাই প্রেমের পরিচয় কর্ম দিয়ে প্রকাশ করতে হবে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক লিটন পালিতের সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য দেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক। আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম ও জ্যোতি ফোরামের সভাপতি জয়নাল আবেদিন তাওরাত।

পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন সাগরের পরিচালনায় এবং সদস্য মুহাম্মদ নুরুল আলম রনির পরিবেশনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।