
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। চার দফা দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদটিকে নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ করা। এছাড়া বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
তাদের অন্য দাবিগুলো হলো—সুপ্রিম কোর্টের আদেশের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুর করা এবং ২০১৫ সালের আগের মতো অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি মেনে নেওয়া হলে আন্দোলনের কারণে স্থগিত পরীক্ষাগুলো নিয়ে যথাসময়ে ফলাফল প্রকাশ করা হবে। কর্মসূচির কারণে সাময়িক অসুবিধার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ করেন তারা।