রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নানাবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৫ | ৫:৪৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাসান রিয়াদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২৬ বছর বয়সী রিয়াদ উপজেলার চরম্বা ইউনিয়নের লেয়াকতের পাড়ার আবদুল কদ্দুসের ছেলে। তিনি স্থানীয় জমছড়ি ব্রিজের পাশে দোকান করতেন।

রিয়াদের মামাতো ভাই আকিল জানান, রাতে উপজেলার বড়হাতিয়া এলাকায় নানাবাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রিয়াদ। পথে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পৌঁছালে কক্সবাজারমুখী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।