শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, যুক্তরাজ্য থেকে আসছেন বিশেষজ্ঞ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৫ | ১:১৯ অপরাহ্ন


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, অথবা বলা যায় তিনি চিকিৎসা ‘মেনটেইন’ করতে পারছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ১০ দিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই তাকে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি আরও জানান, মঙ্গলবার যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়াকে দেখতে ঢাকায় আসছেন। তিনি দেখার পর রোগী যদি ভ্রমণের ধকল সইতে পারেন বা ‘ট্রান্সফারেবল’ হন এবং মেডিকেল বোর্ড যদি প্রয়োজন মনে করে, তবেই তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।