শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

তামিমের রেকর্ডের দিনে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৫ | ৬:০৬ অপরাহ্ন


সিরিজের শুরুটা হয়েছিল হোঁচট দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরানোর পর শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে পাত্তাই দিল না বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে মাত্র ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

ফিল্ডিংয়ে ৫টি ক্যাচ ধরে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন তানজিদ হাসান তামিম। পরে ব্যাট হাতেও ফিফটি তুলে নিয়ে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ৩৬ বলে অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম। ১৪ বলে ১৯ রান করে সাইফ ফিরে গেলে এই জুটি ভাঙে। এরপর তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। মাত্র ৬ বল খেলে ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তবে তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি তামিম। অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। ইমন ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে বল হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে মেহেদী হাসান খরচ করেন ১৩ রান। তবে চতুর্থ ওভারে শরিফুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে টিম টেক্টর ১৪ রান করে বিদায় নেন।

পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড ২ উইকেটে ৫১ রান তুললেও এরপরই মূলত ধস নামে তাদের ইনিংসে। মোস্তাফিজুর রহমান বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট তুলে নেন।

আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর (৫) অদ্ভুতভাবে আউট হন। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পর বল ব্যাটে লেগে স্টাম্পের দিকে গড়াতে থাকলে তিনি পা দিয়ে সরাতে গিয়েও ব্যর্থ হন এবং বল স্টাম্পে আঘাত হানে।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং। তিনি এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। লরকান টাকার ও কার্টিস ক্যাম্পাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন।

শেষ দিকে জর্জ ডকরেল ও গ্যারেথ ডেলানি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না। ডেলানি ১০ এবং ডকরেল ১৯ রান করে বিদায় নিলে ১১৭ রানেই থামে আইরিশদের ইনিংস।