রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাউজানে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

সেবা সপ্তাহ বর্জনের ঘোষণা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৫ | ৬:২৬ অপরাহ্ন


নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের রাউজানে ১০ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। একইসঙ্গে তারা আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনেরও ঘোষণা দিয়েছেন। কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন।

রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা এরশাদুল আলম চৌধুরী বলেন, চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত তারা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবুও তাদের নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, তাদের একটাই দাবি, নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

সংশ্লিষ্টরা জানান, সারা দেশে বর্তমানে ৩৩ হাজার ৭১০ জন কর্মী কর্মরত রয়েছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কর্মচারীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা টানা ১১ দিন পূর্ণ কর্মবিরতি পালন করবেন এবং উপজেলার নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।