রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

শর্টসার্কিট থেকে আগুন, হাটহাজারীতে নিঃস্ব দুই পরিবার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০২৫ | ৬:৫৬ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওই বাড়ির আব্দুস সালাম ও মোহাম্মদ ইউনুসের টিনশেড ঘর এবং আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দুই পরিবারের সবকিছু পুড়ে যায়।

শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম বলেন, ক্ষতিগ্রস্তদের একজন পেশায় দর্জি এবং অন্যজন এসি ও ফ্রিজ মেরামতের কাজ করেন। অগ্নিকাণ্ডে পরিবার দুটি নিঃস্ব হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে কালুরঘাট ফায়ার স্টেশনে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।