
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী এলাকার কেইপিজেড স্টাফ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর দুপুর ২টার দিকে এই আয়োজন করা হয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং জাতীয় শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাসান কায়েস, জালাল উদ্দিন, সায়েদুল হক, বদিউল আলম, আবু জাফর, এম এ আবদুর রহিম, আব্দুল কাদের, হেমায়েত উদ্দিন, আবদুর রহিম, ছিদ্দিকুর রহমান, আরিফুর রহমান, কাজী পারভেজ, নুরুল আবছার, নুর মোহাম্মদ, মামুনুর রশীদ, আহমদ নবী, নজের, আলমগীর, জাফর, আনোয়ারুল আজিম, শাফাওয়াত, জহিরুল হক ও ওসমান।
এছাড়া কেইপিজেড স্টাফ বিএনপি পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাহফিলে অংশ নেন।