রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হালদায় রাতভর অভিযান, ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০২৫ | ১:১৮ অপরাহ্ন


এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর পেশকারহাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে দ্রুত পালিয়ে যায় চোরাশিকারিরা।

পরে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের দৈর্ঘ্য প্রায় ১২ হাজার মিটার এবং এর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

মৎস্য কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা অবৈধ জালগুলো শুকানোর পর পুড়িয়ে ধ্বংস করা হবে। হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে হালদা নদী অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী ও তার দলের সদস্য এবং হালদা প্রকল্পের পাহারাদাররা সহযোগিতা করেন।