
বিয়ের প্রস্তুতির সামাজিক বৈঠকে কথা-কাটাকাটির জেরে চট্টগ্রামের হাটহাজারীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম বাবু (৪২) ওই বাড়ির বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি উপজেলার নাজিরহাট স্টেশন এলাকার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই বাড়িতে একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক বা ‘পানসল্লা’ চলছিল। বৈঠকের একপর্যায়ে জেঠাতো ভাই বাবুর সঙ্গে তার চাচাতো ভাই জসিমের (৪৮) বাগবিতণ্ডা হয়। এর জেরে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হামলার সময় বাবুকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই ইমরুল হোসেন বাচ্চু (৩৫) ও আরেক চাচাতো ভাই ইমনকেও (২১) ছুরিকাঘাত করেন জসিম।
পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে নাজিরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে একটি হোটেলে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া শুক্রবার রাত ১১টার দিকে জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। স্থানীয় জনতা উত্তেজিত থাকায় অভিযুক্ত জসিমকে এখনো থানা হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।