রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলে গ্রেপ্তার

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ ডিসেম্বর ২০২৫ | ১০:৫৫ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালী মোহনায় অবৈধভাবে মাছ ধরার সময় একটি আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১৮ জন জেলেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গণ্ডামারা সীমান্তের খাটখালী মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

অভিযানের বিস্তারিত জানিয়ে কোস্টগার্ডের লে. কমান্ডার সুমন বলেন, সাগরে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খাটখালী মোহনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মো. খালেদ সাইফুল্লাহ জানান, কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আসামিদের আদালতে পাঠানো হবে।