শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘সাংবাদিকদের ঐক্য জাতিকে সমৃদ্ধ করবে’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১০ ডিসেম্বর ২০২৫ | ১১:১৭ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, সাংবাদিকদের ঐক্য জাতিকে সমৃদ্ধ করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নিরপেক্ষভাবে কাজ করেছেন, তারা যেন কোনোভাবেই অবহেলার পাত্র না হন। সবাই মিলেমিশে কাজ করলে নতুন বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

বুধবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবের সদস্য সচিব (নব-নির্বাচিত সভাপতি) জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক ডা. এ কে এম ফজলুল হক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য (নব-নির্বাচিত সাধারণ সম্পাদক) গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ওসমান গণি মনসুর, শামসুল হক হায়দরী, এস আবুল মনসুর, চাটগাঁর চোখের সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সাংবাদিক জালাল উদ্দীন ও সিএমইউজে সেক্রেটারি সালেহ নোমান প্রমুখ।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় জামায়াত নেতা মোহাম্মদ উল্লাহ ও ডা. এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।